হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি চঞ্চল ওরফে ইমরানকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার নওদাপাড়া গ্রামের এক জঙ্গলে পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চঞ্চল ওই এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি, প্রশাসন) স্নিগ্ধ আখতার। 

এসপি স্নিগ্ধ আখতার বলেন, ‘রোববার দুপুরে গাবতলী থানা থেকে পুলিশের একটি ভ্যান পাঁচজন আসামি নিয়ে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে আসামিদের নামানোর সময় কৌশলে হাতকড়া খুলে চঞ্চল ওরফে ইমরান পালিয়ে যান। এর আগে শনিবার বিকেলে দুটি চোরাই মোটরসাইকেলসহ তাঁকে গাবতলী থানা-পুলিশ গ্রেপ্তার করে।’

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আরও বলেন, চঞ্চলের বিরুদ্ধে গতকাল রাতেই বগুড়া সদর থানায় পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। আজ সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়