হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি চঞ্চল ওরফে ইমরানকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার নওদাপাড়া গ্রামের এক জঙ্গলে পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চঞ্চল ওই এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি, প্রশাসন) স্নিগ্ধ আখতার। 

এসপি স্নিগ্ধ আখতার বলেন, ‘রোববার দুপুরে গাবতলী থানা থেকে পুলিশের একটি ভ্যান পাঁচজন আসামি নিয়ে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে আসামিদের নামানোর সময় কৌশলে হাতকড়া খুলে চঞ্চল ওরফে ইমরান পালিয়ে যান। এর আগে শনিবার বিকেলে দুটি চোরাই মোটরসাইকেলসহ তাঁকে গাবতলী থানা-পুলিশ গ্রেপ্তার করে।’

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আরও বলেন, চঞ্চলের বিরুদ্ধে গতকাল রাতেই বগুড়া সদর থানায় পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। আজ সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর