হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় কোটা সংস্কার আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলা

নওগাঁ প্রতিনিধি

কোটা সংস্কারের দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বের হওয়া বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। 

আন্দোলনকারী জানান, কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। এ সময় হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।’ 

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার আহত শিক্ষার্থীদের দেখতে নওগাঁ জেনারেল হাসপাতালে যান জেলা বিএনপির আহ্বায়ক  আবু বক্কর সিদ্দিক ও সদস্যসচিব বায়েজিদ হোসেন। এ সময় তাদের সঙ্গে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আমিনুল হক বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

আবু বক্কর সিদ্দিক বলেন, ন্যায্য একটা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। নওগাঁয় আজকে যে হামলা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত। আহতদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে রয়েছে বিএনপি বলেও জানান তিনি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল