হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি

শাজাহান আলী। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে ৪ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার শরানগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

শাজাহান আলী উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদীঘি গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পণ্ডিতপুকুর বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাঁদের পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, গলায় আঘাত থাকার কারণে ব্যবসায়ী শাজাহান আলী কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। গতকাল রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শরানগাড়ী নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে রামদা দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তারা শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রামদা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা