হোম > সারা দেশ > পাবনা

বাড়ছে চাটমোহরের তালশাঁসের চাহিদা, যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

প্রতিনিধি

চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের তালশাঁস এখন দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে চাটমোহরে পানি তালের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তালশাঁস কিনতে ব্যাপারীরা চাটমোহরে আসছেন। স্থানীয় ব্যবসায়ীরা গ্রামাঞ্চল থেকে তাল সংগ্রহ করে ব্যাপারীদের কাছে বিক্রি করছেন।

সরেজমিনে দেখা গেছে, চাটমোহরের বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায় রাস্তায় পানি তাল বিক্রি হচ্ছে। প্রতিটি তাল বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা দরে। এই গরমে তাল শাঁসের ব্যাপক চাহিদা থাকায় দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে লোকজন তালশাঁস কিনছে।

চাটমোহরের ব্যবসায়ী হোসেন আলী জানান, তালে এখনো পুরোপুরি শাঁস হয়নি। ব্যাপারীদের চাহিদার কারণে তাল কাটতে হচ্ছে। প্রতিটি তাল প্রকারভেদে ৮–১০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি দাম প্রতিটি ৫-৬ টাকা। এলাকার নানা বয়সী মানুষ ও পথচারীরা এই গরমে একটু প্রশান্তি পেতে তাল শাঁস কিনে খাচ্ছে। চাহিদা বেশি থাকায় এই তালশাঁস যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ফলে একটু বেশি দামেই তা বিক্রি হচ্ছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, পানি তালের অনেক উপকারিতা রয়েছে। অবশ্যই পরিষ্কার-পরিছন্নভাবে তা খেতে হবে। অধিক খাওয়া আবার ঝুঁকিপূর্ণ।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার