হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোর সদরের ছাতনী ইউনিয়নের রুয়েরভাগ ব্রিজের নিচ থেকে জুয়েল হোসেন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল হোসেন সদর উপজেলার আগদিঘা গ্রামের বাবলু হোসেনের ছেলে। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই যুবক বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় জুয়েল হোসেন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ ভোরে রুয়েরভাগ ব্রিজের নিচে এক যুবককে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আবু সাদাদ বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে জুয়েলের বাইসাইকেলটিও পাওয়া যায়নি। এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’ 

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু