হোম > সারা দেশ > বগুড়া

বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা থেকে পশ্চিম ঢাকার পর্যন্ত বগুড়া-নওগাঁ মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও বড় বড় গর্ত। এ কারণে সড়কটিতে প্রায়ই যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে এই সড়ক। সড়কটির সংস্কারকাজে ধীর গতির কারণে দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন বলেন অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ জেলা থেকে বগুড়া হয়ে যানবাহনগুলো ঢাকাতে যাতায়াতে আদমদীঘির এলাকার এই প্রধান সড়কটি ব্যবহার করেন বিভিন্ন যানবাহনের চালকেরা। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে গর্তগুলো ভরাট করলেও অল্প সময়ের মধ্যে তা আবার ভেঙে যাচ্ছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কয়েকটি স্থানে সড়কের পাশের অংশ দেবে গেছে। দেবে যাওয়া বিভিন্ন অংশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সান্তাহার বশিপুর ঈদগাহ সংলগ্ন সড়কের একটি অংশ। সম্প্রতি সেখানে ১০ থেকে ১২টি যানবাহন বিকল হয়েছে। পাশাপাশি সড়কের গর্তে আটকে যাওয়ার নজির রয়েছে অনেক যানবাহনের।

যানবাহনের চালকদের সূত্রে জানা গেছে, অনেক জায়গায় সড়কটি দেবে যাওয়ার কারণে বগুড়া ও ঢাকাগামী যানবাহনের চালকেরা বিকল্প পথ হিসেবে সান্তাহার পৌরশহরের ভেতরের সড়ক ব্যবহার করতেন। কিন্তু সান্তাহার শহরের প্রবেশ দ্বারে একটি কালভার্ট দেবে যাওয়াই রাস্তাটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই বেহাল মহাসড়কটিতে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

সড়কের বাসচালক ইমতিয়াজ আহমেদ জানান, বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। সড়কের দেবে যাওয়া অংশ ও গর্তগুলো মেরামত করা না হলে শিগগিরই এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে সড়কের দুই পাশ প্রশস্ত ও সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল