হোম > সারা দেশ > নওগাঁ

বড়দিনকে ঘিরে মান্দার কালিসফা পল্লিতে উৎসবের আমেজ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশুখ্রিষ্টের জন্মতিথি শুভ বড়দিন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার কালিসফা পল্লিতে বিভিন্ন রঙের কাগজ দিয়ে চলছে গির্জা সাজানোর কাজ। এরই মধ্যে গির্জার ভেতরে সাজানোর কাজ শেষ হয়েছে। গির্জার বাইরে সাজানোর পর করা হবে আলোকসজ্জার কাজ। একই সঙ্গে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠানের প্রস্তুতি। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিসফা পল্লিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বড়দিনকে ঘিরে পল্লিজুড়ে চলছে উৎসবের আমেজ। 

গ্রামের যুবক দেবাশীষ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে ফাদারের নির্দেশে গির্জা সাজানোর কাজ করছি। পল্লির কয়েকজন কিশোর এ কাজে আমাকে সহায়তা করছে। গির্জা সাজানোর পর আলোকসজ্জা করা হবে। বড়দিনে আমরা নাচ-গান করব। যিশুর নামকীর্তন হবে। বছরের এই দিনটির জন্য পল্লির সব বয়সের লোকজন অপেক্ষায় থাকে।’ 

কালিসফা আদিবাসী পল্লির গ্রামপ্রধান সুরেশ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে গির্জার ফাদারের নেতৃত্বে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল শনিবার বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর প্রীতিভোজের আয়োজন রয়েছে।’ 

সুরেশ পাহান আরও বলেন, ‘অতীতে অনুষ্ঠান করতে কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও হবে না। করোনার কারণে গত বছরের অনুষ্ঠান অনেকটা ছোট করে করা হয়েছিল।’ 

কালিসফা গির্জার ফাদার হারুন হেমব্রম জানান, এ অঞ্চলের কৃষ্টি-কালচারের ওপর ভিত্তি করে গির্জার ভেতরে খড় দিয়ে প্রতীকী গোশালা প্রস্তুত করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রার্থনা, গান, পবিত্র বাইবেল পাঠ, পবিত্র খ্রিষ্টজাগ ও যিশুর নামকীর্তন হবে। 

হারুন হেমব্রম আরও বলেন, ‘আগামীকাল শনিবার সকালে একইভাবে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালন করা হবে যিশুখ্রিষ্টের জন্মদিন।’ 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কালিসফা পল্লিতে পুলিশ মোতায়েন থাকবে।’ 

উল্লেখ্য, মান্দা উপজেলার কালিসফাসহ চোয়াপুর, কবুলপুর, জয়বাংলা ও কুসুম্বা গির্জায় বড়দিনের উৎসব পালন করা হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা