বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৩২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ মে) রাতে ওই গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন নসরতপুর ইউনিয়নের শাঁওইল বেগুনবাড়ী এলাকার ছামিউর রহমান শামীম (২৮), সাগর আকন্দ (২৭) এবং দত্তবাড়িয়া গ্রামের শাহিনুর রহমান (৩৩)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।