হোম > সারা দেশ > নওগাঁ

দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত

­­­নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার সুনিবিড় আশরাফ (১৭) ও হৃদয় হোসেন (১৭)। আহত সাদনান সাকিব (১৭) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে নজিপুর বাজারে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে পার্বতীপুর মোড়ে পৌঁছালে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে সজোরে ধাক্কা খান।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুনিবিড় আশরাফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হৃদয় ও সাদনানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে হৃদয়ের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেলটি ধাক্কা খায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আরেকজন মারা যান হাসপাতালে নেওয়ার পথে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা