হোম > সারা দেশ > বগুড়া

শাজাহানপুরে আলু বীজের দাম বেশি রাখায় ১ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্সে অভিযান চালাচ্ছেন প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

মণ্ডল ট্রেডার্স বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আলু বীজ ডিলার। জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন, মণ্ডল ট্রেডার্সের মালিক সাহাদত হোসেন ও বিক্রয় প্রতিনিধি আরিফুর রহমান।

জরিমানার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মণ্ডল ট্রেডার্স নির্ধারিত মূল্যের চেয়ে আলু বীজের দাম বেশি নেওয়া হচ্ছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।

জান্নাতুল নাইম আরও বলেন, অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের মালিক সাহাদত হোসেন এবং বিক্রয় কর্মী আরিফুর রহমান দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা