বগুড়ার আদমদীঘি উপজেলায় ফারজানা বানু (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্তা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফারজানা বানু ওই গ্রামের ফেরদৌস আলীর মেয়ে এবং ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ফারজানার বাবার সঙ্গে তাঁর মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ফারজানার বাবা ফেরদৌস আলী পুনরায় বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের সংসারে নানা অশান্তি বিরাজ করছিল। ঘটনার দিন দুপুরে পরিবারের লোকজন ফারজানাকে খুঁজতে গিয়ে ঘরের আড়াঁর সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে আদমদীঘি থানা-পুলিশকে সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ফারজানার মরদেহ উদ্ধার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।