হোম > সারা দেশ > নাটোর

সেলুনের আয়না ভাঙলো মুখপোড়া হনুমান

প্রতিনিধি, নাটোর (লালপুর)

নাটোরের লালপুরে একটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভাঙলো মুখপোড়া হনুমান। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

উপাধ্যক্ষ মো. বাবুল আক্তার বলেন, আজ দুপুরের দিকে উপজেলার গোপালপুর বাজারে কড়ইতলা ওই সেলুনে চুল কাটাতে ঢোকেন। হঠাৎ হনুমানটি সেলুনে ঢুকে লাফালাফি করতে গিয়ে আয়না ভেঙে ফেলে। কিছুক্ষণ পর একাই বেরিয়ে যায়। 

ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, গত ৩১ জুলাই হনুমানটিকে প্রথম ওয়ালিয়া বাজার এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। এক সপ্তাহ ধরে সেটি উপজেলার বিভিন্ন এলাকা মাতিয়ে বেড়াচ্ছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, এটির বৈজ্ঞানিক নাম: Semnopithecus entellus।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) থেকে প্রকাশিত গ্রন্থে হনুমানটির দুটি ইংরেজি নাম Northern Plains Sacred Langur ও Common Langur উল্লেখ করা হয়েছে। গ্রন্থটিতে এটির স্থানীয় নাম হনুমান বলা হয়েছে। 

বাংলাপিডিয়াতে অবশ্য এটির স্থানীয় নাম সাধারণ, ধূসর ও মুখপোড়া হনুমান বলে লেখা হয়েছে। এই প্রজাতির হনুমান বিশ্বে বিপদাপন্ন ও বাংলাদেশ মহাবিপদাপন্ন বলে উল্লেখ করা হয়েছে। এই প্রজাতির হনুমান যশোর, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় জেলায় দেখা যায়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘সম্ভবত হনুমানটি কোনো ট্রাক বা এই ধরনের কোনো গাড়ির ওপরে চড়ে চালকের অজান্তে এখানে চলে এসেছে।’ 

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাণিটির কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল