হোম > সারা দেশ > পাবনা

রক্তাক্ত ছেলেকে দেখে বাবার মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

দুই ভাইয়ের মারামারিতে আহত রক্তাক্ত ছেলেকে দেখে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ মঙ্গলবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মোক্তার মণ্ডলের (৭৫) ছেলে শাহাদত মণ্ডল (৩২) ও জলিল মণ্ডলের ছেলে নুরুল ইসলাম আপন চাচাতো ভাই। তাঁরা একসঙ্গে পুকুর কেনা এবং মাছের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হলে নুরুল ইসলাম বটি ও দা দিয়ে শাহাদত মণ্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। খবর পেয়ে আহতের বাবা মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে ছেলের রক্তাক্ত শরীর দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। 

আহত শাহাদতকে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

স্বজনেরা জানান, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। 

চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই জড়িতরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

সংঘর্ষের ঘটনায় শাহাদতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন