হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে থানা চত্বরে আগুন, পুড়ল বিভিন্ন গাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে থাকা গাড়িতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদর থানা চত্বরে দীর্ঘদিন ধরে জব্দ করে রাখা প্রাইভেট কার, ট্রাক ও মাইক্রোবাস আগুন লেগে পুড়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেলে খবর আসে, সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।’

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে থাকা গাড়িতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

এ কর্মকর্তা বলেন, আগুনে ১টি ট্রাক, ২টি মাইক্রোবাস, ২টি প্রাইভেট কার (পরিত্যক্ত) পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা কেউ বলতে পারেনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, থানা চত্বরে দীর্ঘদিন ধরে জব্দ করে রাখা প্রাইভেট কার, ট্রাক ও মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগে। থানায় ডিউটিরত কনস্টেবল আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার পরিত্যক্ত অবস্থায় ছিল।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন