হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই দুই শিশুর মা অবিতা রাণীকেও পুকুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুই শিশু উপজেলার শালডাঙ্গা গ্রামের বাসিন্দা লক্ষীন্দ্রনাথের দুই মেয়ে অনুরাধা (৩) ও নন্দিনী (৫)।

পুলিশ জানায়, বাড়ি থেকে মায়ের সাথে শিশু অনুরাধা ও নন্দিনী পার্শ্ববর্তী কৃষ্ণপুর বাজারের উদ্দেশ্যে বের হয়। যাবার পথে শালডাঙ্গা গ্রামেই সড়কের পাশে পুকুরে পানিতে পড়ে যায় তারা। বেলা তিনটার দিকে স্থানীয়রা ওই শিশুদের মরদেহ পুকুরে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেন। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ সময় পুকুরের পানি থেকে ওই দুই শিশুর মা অবিতা রাণীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, শিশুদের মা অবিতা রানী কিছুটা মানসিক ভারসাম্যহীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানি থেকে মেয়েকে উদ্ধার করতে নেমে অবিতা রানী জ্ঞান হারিয়ে ফেলেছেন। তবে তিনি সুস্থ আছেন। থানায় কোন অভিযোগ না হওয়ায় দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা