হোম > সারা দেশ > রাজশাহী

আলুর কেজি এক টাকা!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আবদুল মালেক কেনাকেটা করে গাছতলায় বসে আছেন। পাশে কলাইয়ের রুটি বানানো হচ্ছে। একটা রুটি খেয়ে তিনি বাসায় যাবেন। মালেকের ব্যাগে দেখা গেল একটা মাছ, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু আর এক জোড়া নতুন স্যান্ডেল। সুপারশপ থেকে এসব তিনি কিনেছেন মাত্র ১০ টাকায়।

আজ বুধবার দিনভর অসচ্ছল মানুষের জন্য রাজশাহীতে এমনই সুপারশপের আয়োজন করেছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিভিন্ন শহরে এই সুপারশপের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এদিন রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

‘৫ টাকার হাট’ নামক বিশেষ এই বাজারে ছিল নানা রকম পণ্য। সেখানে ১ থেকে ৫ টাকার মধ্যে বিভিন্ন পণ্য পাওয়া যায়। কেনাকাটা শেষে ক্রেতাদের বিনা মূল্যে গরম গরম কলাই রুটি খাওয়ানোরও ব্যবস্থা রাখা হয়। ক্রেতারা লাইন ধরে এ রুটি খান। আগেই কেনাকাটার সুযোগ পান তালিকাভুক্ত ক্রেতারা।

এই হাটে ছিল চাল, ডাল, তেল, আটা, লবণ, ডিম, মুরগি, মাছ, শাকসবজি, স্যান্ডেল, টি-শার্ট, বাচ্চাদের শিক্ষাসামগ্রীসহ নানা রকম পণ্য। এ বাজারে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি ডাল, তিন টাকায় এক লিটার তেল, এক টাকায় এক কেজি আলু, পাঁচ টাকায় একটি ব্রয়লার মুরগি পেয়েছে দরিদ্র পরিবারগুলো।

১০ টাকার বাজার করলেই পরিবারগুলো বর্তমান বাজারমূল্যে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা সমমূল্যের পণ্য কিনতে পারেন।

বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ সভাপতিত্ব করেন। তাঁরা পণ্য বিক্রির উদ্বোধন করেন।

বিদ্যানন্দের রাজশাহী শাখা প্রধান মৌসুমি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্ন আয়ের মানুষ সুপারশপে গিয়ে কেনাকাটা করার স্বাদ পান না। এখানে তাঁদের এমনই আমেজ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে আমরা কিছু নিয়ম করে দিয়েছিলাম। ফলে যে যা-ই নিক, ১০ টাকায় সবাই ৭০০ টাকার পণ্যই পেয়েছেন এই নিয়মে। আমরা অনেকে বাজার শেষে একটু খাওয়াদাওয়া করি। তার অংশ হিসেবে এখানে ব্যবস্থা রাখা হয়েছিল রুটির।’

রাজশাহীর ২ আসন: বিএনপির বিদ্রোহীরা নির্বাচনী মাঠে, আশাবাদী জামায়াত

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজার ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত