হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরীতে পৃথক স্থান থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরীতে পৃথক স্থান থেকে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নে শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থীরা হলো উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ছেলে শহীদ মাল (১৫) ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুমনা খাতুন (১৬)।

শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সুমনা ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রী।

পুলিশ জানায়, রোববার মধ্যরাতের কোনো এক সময় নিজের শয়নকক্ষে আড়ায় স্কুলছাত্র শহীদ মাল গলায় ফাঁস দেয়। আজ সকালে শহীদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ছাত্রের পরিবার থেকে দাবি মোবাইল কিনে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে।

অপরদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষে একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার গভীর রাতে সুমনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা ও আব্দুল মোত্তালেব জানান, মরদেহের শরীর কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হবে।

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা