হোম > সারা দেশ > পাবনা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় তাঁর মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তাঁর মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। গত বুধবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস (৭৭) মারা যান। 

মায়ের মৃত্যুর পর তাঁর জানাজায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য শিমুলের প্যারোল মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় শিমুল বিশ্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়। জানাজা শেষে তাঁকে পুলিশি পাহারায় আবার ঢাকার কেরানীগঞ্জ করাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

গভীর রাতে অনুষ্ঠিত জানাজা এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। 

এর আগে ২০২২ বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল