হোম > সারা দেশ > নাটোর

মাদক সেবনে নিষেধ করায় হামলা, আহত ২

 লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টার দিকে উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আয়াত আলীর ছেলে আহাদ (২০) ও রফিকুল ইসলামের ছেলে সজীব (১৯)।

আহতদের স্বজনেরা জানান, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল চলছে। শুক্রবার প্রথম দিনের ওয়াজ মাহফিলে রাত ৯টার দিকে বিদ্যালয়ের ছাদে উপজেলার ওয়ালিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে দ্বীপসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে এলে তাঁরা তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন। একপর্যায়ে উভয় পক্ষই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ ঘটনার জেরে দ্বীপের নেতৃত্ব ওয়াজ মাহফিলের মাঠে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আহাদ ও সজীবের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

অভিযুক্ত দ্বীপ এসব বিষয় অস্বীকার করেছেন।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, ওয়াজ মাহফিলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন