হোম > সারা দেশ > নাটোর

মাদক সেবনে নিষেধ করায় হামলা, আহত ২

 লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টার দিকে উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আয়াত আলীর ছেলে আহাদ (২০) ও রফিকুল ইসলামের ছেলে সজীব (১৯)।

আহতদের স্বজনেরা জানান, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল চলছে। শুক্রবার প্রথম দিনের ওয়াজ মাহফিলে রাত ৯টার দিকে বিদ্যালয়ের ছাদে উপজেলার ওয়ালিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে দ্বীপসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে এলে তাঁরা তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন। একপর্যায়ে উভয় পক্ষই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ ঘটনার জেরে দ্বীপের নেতৃত্ব ওয়াজ মাহফিলের মাঠে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আহাদ ও সজীবের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

অভিযুক্ত দ্বীপ এসব বিষয় অস্বীকার করেছেন।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, ওয়াজ মাহফিলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজা ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ