হোম > সারা দেশ > রাজশাহী

মোবাইল ফোনে আসক্ত প্রজন্মকে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার স্বাদ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আজ রোববার বিকেলে উপজেলার বাড়াকান্দির একদল যুবক এ আয়োজন করে।

উপজেলার বাড়াকান্দি দক্ষিণপাড়া বারীক মাস্টারের বাড়ির পাশে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়। গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল হাঁড়িভাঙা, সতীনের ছেলে (বালিশ নিক্ষেপ), সাঁতার কেটে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে চড়া, নৃত্য, মহিলাদের চেয়ার দখল, বৃদ্ধদের পেনাল্টি কিকসহ নানা আয়োজন। ১০টি ইভেন্টের এ খেলায় বিভিন্ন বয়সী ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ৩৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া আরও ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

গ্রামীণ এসব খেলা দেখতে দুপুর থেকে কৌতূহল নিয়ে বারীক মাস্টারের বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা। শিশু-কিশোর থেকে বৃদ্ধ বয়সী মানুষের আগমনে জমজমাট হয়ে পুরো এলাকা। সব বয়সী মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

আয়োজক কমিটির সদস্য মো. তামিম ও আব্দুল্লাহ আল সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে মোবাইল ফোন আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলতে বসেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে প্রতি বছর এই আয়োজন করা হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারীক, প্রধান অতিথি ছিলেন রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ, বিশেষ অতিথি ছিলেন ছাদেক আলী সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার