সিরাজগঞ্জের কামারখন্দে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আজ রোববার বিকেলে উপজেলার বাড়াকান্দির একদল যুবক এ আয়োজন করে।
উপজেলার বাড়াকান্দি দক্ষিণপাড়া বারীক মাস্টারের বাড়ির পাশে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়। গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল হাঁড়িভাঙা, সতীনের ছেলে (বালিশ নিক্ষেপ), সাঁতার কেটে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে চড়া, নৃত্য, মহিলাদের চেয়ার দখল, বৃদ্ধদের পেনাল্টি কিকসহ নানা আয়োজন। ১০টি ইভেন্টের এ খেলায় বিভিন্ন বয়সী ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ৩৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া আরও ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারীক, প্রধান অতিথি ছিলেন রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ, বিশেষ অতিথি ছিলেন ছাদেক আলী সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।