নাটোরর লালপুরে ইট পরিবহন করার গাড়ি (পাওয়ার ট্রলি) ও মোটরসাইকেলের সংঘর্ষে শামীম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুজন পথচারী আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শামীম সিংড়া উপজেলার কেতাবাড়ী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন পথচারী উপজেলার ওয়ালিয়ার সাজিপাড়া গ্রামের মানজেদ (৪০) ও মসলেম (২৫)।
স্থানীয় বাসিন্দা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে শামীম মোটরসাইকেল নিয়ে ধুপইল যাওয়ার সময় ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বলেন, পাওয়ার ট্রলির চালক কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রলিটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।