হোম > সারা দেশ > পাবনা

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ, পাবনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

পাবনা প্রতিনিধি

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণ করার পর তাঁর নিজ জেলা পাবনায় দোয়া, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বড় পর্দায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়। পরে একটি আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ অনেকে।

নতুন রাষ্ট্রপতির কাছে পাবনাবাসীর প্রত্যাশা তাঁর নিজ জেলা পাবনার আর্থসামাজিক উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন।

নাট্যব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলী বলেন, ‘নতুন রাষ্ট্রপতি পাবনার কৃতী সন্তান হলেও এখন তিনি সারা দেশের। তারপরও তাঁর কাছে পাবনাবাসীর অনেক প্রত্যাশা। পাবনার নতুন রেললাইনকে ঢাকার সঙ্গে সংযুক্ত করে দুটি ট্রেন চালুর দাবি জানাই।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘রাষ্ট্রপতিকে ঘিরে নতুন একটা আশার সঞ্চার হয়েছে। আশা করি, তাঁর মাধ্যমে আমরা পাবনার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা