হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গন্ধ পেয়ে বদ্ধ ঘর থেকে উদ্ধার হলো অর্ধগলিত লাশ

বগুড়া প্রতিনিধি

ভেতর থেকে বন্ধ ছিল দরজা। দুর্গন্ধ ছড়াচ্ছিল ঘর থেকে। এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। সেখানে পৌঁছে পুলিশ দরজা খুলে কক্ষ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বাটুল মণ্ডল (৪০)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের অপু মণ্ডলের ছেলে।

বাটুল মণ্ডল প্রায় দুই বছর ধরে পোড়াপাড়া এলাকার একটি টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন। 

ঘটনাস্থল পরিদর্শনকারী কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এসআই বলেন, বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। দুই সন্তান নিয়ে এ কারণে তিনি শহরেই থাকেন। বাটুল গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে গত শুক্রবার রাতে তাঁকে সর্বশেষ বাড়ি ফিরতে দেখেন। এরপর আজ তাঁর শয়ন কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল