হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় উদ্ধার করা ৩টি সাপ বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা তিনটি সাপ পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা বন বিভাগের ‘রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর কাছে হস্তান্তর করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে সাপগুলো হস্তান্তর করা হয়। 

এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে পড়ে থাকা তিনটি বাক্স থেকে সাপগুলো উদ্ধার করা হয়। 

বনানী বাইপাস মোড় এলাকার ব্যবসায়ী পটু সরকার জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি বাসের ছাদ থেকে তিনটি বাক্স মহাসড়কে পড়ে যায়। তিনি বাক্সগুলো উদ্ধার করে সাপ দেখতে পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপসহ বাক্স তিনটি হস্তান্তর করেন। 

‘তীর’ এর সভাপতি মো. রিফাত হাসান জানান, সাপের বাক্স ও অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে সাপগুলো কোনো সাপুরের এবং এতে তিন প্রজাতির পদ্ম গোখরা, দাঁড়াশ ও জল ঢোঁড়া সাপ রয়েছে। এগুলোর মধ্যে পদ্ম গোখরা সাপ বিষধর। 

এ বিষয়ে রাজশাহী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বগুড়ার বনানী এলাকায় সাপ পাওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত ‘তীর’ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সাপগুলো ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর হেফাজতে রেখে পর্যবেক্ষণ করে দ্রুতই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার