হোম > সারা দেশ > বগুড়া

শিশুর খোঁজে পুকুরে নেমেছিলেন চাচা, ৩ দিন পর লাশ মিলল তাঁর ঘরেই

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের তিন দিন পর শিশু হালিমা খাতুনের (৭) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়া গ্রামের চাচার বাড়ির শয়নকক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

নিখোঁজ শিশুটি লস্করপুর মধ্য পাড়া গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্লে শ্রেণির ছাত্রী ছিল। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা আনিসার রহমান (৩৫), চাচাতো ভাই (১৩) ও চাচিকে আটক করেছে পুলিশ। 

শিশুটির বাবা হাবলু মিয়া বলেন, ‘গত শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। বিষয়টি পুলিশকে জানালে রোববার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজা-খুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ আমার বড় ভাইয়ের শয়ন কক্ষ থেকে হালিমার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে।’ 

স্থানীয়রা জানান, শিশুটির চাচা আনিছার সঙ্গে বাবা হাবলু মিয়ার কোনো দ্বন্দ্ব ছিল না। এমনকি গতকাল রোববার ভাতিজিকে খোঁজার জন্য ডুবুরিদের সঙ্গে পুকুরে নেমেছিলেন আনিছার। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গতকাল ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালিয়েছি। আজ বিকেলে শিশুটির চাচার বাড়ির শয়ন কক্ষে তল্লাশির সময় বস্তাবন্দী লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছারসহ, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা