হোম > সারা দেশ > বগুড়া

আবারও সান্তাহারে ট্রেন থেকে হেরোইন উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার উপজেলার সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ওই হেরোইন উদ্ধার করা হয়। 

এর আগে গত ৬ মার্চ একই ট্রেনের ঙ নম্বর বগি থেকে এক কেজি আট গ্রাম হেরোইন উদ্ধার করেছিল বিজিবি। ওই দিনও কোনো মাদক কারবারিকে আটক করতে পারে নাই। 

আজ মঙ্গলবার বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা হতে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি হতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ১৬ বিজিবি, নওগাঁ। 

এ বিষয়ে বিজিবি ১৬-এর অধিনায়ক লে কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা এক্সপ্রেসের ভেতর থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকেই এই হেরোইন উদ্ধার করা হয়। অভিযানের সময় সান্তাহার রেলওয়ে থানার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।’ 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি অভিযানের পর রাতেই উদ্ধার হওয়া কথিত হেরোইন থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড