হোম > সারা দেশ > বগুড়া

আবারও সান্তাহারে ট্রেন থেকে হেরোইন উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার উপজেলার সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ওই হেরোইন উদ্ধার করা হয়। 

এর আগে গত ৬ মার্চ একই ট্রেনের ঙ নম্বর বগি থেকে এক কেজি আট গ্রাম হেরোইন উদ্ধার করেছিল বিজিবি। ওই দিনও কোনো মাদক কারবারিকে আটক করতে পারে নাই। 

আজ মঙ্গলবার বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা হতে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি হতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ১৬ বিজিবি, নওগাঁ। 

এ বিষয়ে বিজিবি ১৬-এর অধিনায়ক লে কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা এক্সপ্রেসের ভেতর থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকেই এই হেরোইন উদ্ধার করা হয়। অভিযানের সময় সান্তাহার রেলওয়ে থানার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।’ 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি অভিযানের পর রাতেই উদ্ধার হওয়া কথিত হেরোইন থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার