হোম > সারা দেশ > রাজশাহী

ম্যালেরিয়ায় আক্রান্ত রাবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি

ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান। 

নিহত মুজাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে। 

রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান আজকের পত্রিকাকে বলেন, আমাদের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হাসান ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসিবুল আলম প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

বিভাগ ও মুজাহিদের সহপাঠী সূত্রে জানায়, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটিতে মুজাহিদ বাসায় গিয়েছিলেন। সেখান তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর তিনি জন্ডিস রোগে আক্রান্ত হন। পরে তাঁর শরীরের অবস্থা খারাপ হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা