হোম > সারা দেশ > রাজশাহী

ম্যালেরিয়ায় আক্রান্ত রাবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি

ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান। 

নিহত মুজাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে। 

রাবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান আজকের পত্রিকাকে বলেন, আমাদের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হাসান ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসিবুল আলম প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

বিভাগ ও মুজাহিদের সহপাঠী সূত্রে জানায়, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটিতে মুজাহিদ বাসায় গিয়েছিলেন। সেখান তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর তিনি জন্ডিস রোগে আক্রান্ত হন। পরে তাঁর শরীরের অবস্থা খারাপ হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার