হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মিছিল করে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের আতাইকুলা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের শহিদুল ইসলাম (৩১) এবং একই গ্রামের তপু রায়হান (৩৫) ও শাকিল মৃধা (১৭)।

ওসি সালাউদ্দিন বলেন, গতকাল শুক্রবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করেন। এই মিছিল পরে শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।

ঘটনার পর পুলিশ অভিযানে নামে বলে জানান ওসি সালাউদ্দিন। তিনি বলেন, মধ্যরাতের পর থেকে আজ শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়।

ওসি সালাউদ্দিন বলেন, আজ দুপুরে পাঁচজনের নামে মামলা দেওয়া হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল