হোম > সারা দেশ > রাজশাহী

আশ্রয়ণের ঘর নির্মাণে বাধা, বাবা–ছেলের কারাদণ্ড

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে বাবা-ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামের আব্দুল হান্নান (৪৫) এবং তাঁর ছেলে শামীম রেজা (২৩)। 

উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া কয়েকটি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এরই মধ্যে ওই গ্রামের এক স্থানে সেই ঘরের জমি নিজেদের দাবি করে আব্দুল হান্নান ও তাঁর ছেলে শামীম রেজা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে ওই জমির কাগজপত্র যাচাই করে ওই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত করা হয়। তবুও তাঁরা ওই জমিতে ঘর নির্মাণে বাধা দিয়ে আসছিলেন। 

পিআইও তারিকুল আরও জানান, আজ দুপুরে ওই স্থানে একটি ঘরের নির্মাণকাজ শুরুর সময়ে আব্দুল হান্নান ও শামীম কাজে বাধা দেন। বিষয়টি তখন ইউএনওকে জানানো হয়। খবর পেয়ে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ তাৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সেখানে যান। 

দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে বাবা-ছেলের সঙ্গে তর্ক চলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘যে জমি নিয়ে তর্ক, সেটি এরই মধ্যে ভূমিহীন একজনের নামে বরাদ্দ করা হয়েছে।’

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘দণ্ড পাওয়া বাবা-ছেলে দুজনকে বিকেলেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড