হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, সেই গাড়ি পুড়িয়ে দিল জনতা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

আজ শুক্রবার বেলা একটার দিকে মহাসড়কের বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনায় বাচ্চু মিয়া (১৮) নামের ওই যুবক নিহত হন। তিনি ওই এলাকার ইমরান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে বাচ্চু মিয়া মোটরসাইকেল নিয়ে মাজারে আসছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে লোকজন ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা সবাই পালিয়ে যান।

এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশের (শিবপুরহাট থানা) ওসি মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটি পুড়িয়ে দেয়। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড