রাজশাহীর তানোর সদরের বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৬টায় তানোর-কাশিমবাজার সড়কের তানোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম তানোর পৌরশহরের তানোর উপরপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে, শেষ বিকেলে পৌর সদরের তানোর বাজার এলাকায় রাজশাহী থেকে আসা পিচবাহী ট্রাকের সঙ্গে গোল্লাপাড়া বাজারগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গেলে চালক নাইম ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) উসমান গণি। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।