হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে হলফনামা তৈরি, আটক ৩

বগুড়া প্রতিনিধি

স্বাক্ষর জাল করার অভিযোগে আটক হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে হলফনামা তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাঁদের আটক করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারি গ্রামের সদরুল কবির (৪৮) এবং বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের ওহাব শিপন (৩০) ও একই গ্রামের আক্তারুজ্জামান (৩৮)।

ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, সুমাইয়া নামের এক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুব স্বাক্ষরিত একটি হলফনামা জমা দেন। শিক্ষা বোর্ড হলফনামার কপি যাচাই করার জন্য বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে পাঠান। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলফনামায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুবের স্বাক্ষর দেখে সন্দেহ পোষণ করেন।

আসমা মাহবুব ২০২১ সাল পর্যন্ত বগুড়ায় কর্মরত ছিলেন। বিষয়টি তিনি ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্যাম্প ভেন্ডার দোকান থেকে তিনজনের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, আটক ব্যক্তিদের নামে মামলা দায়েরের বিষয়ে প্রক্রিয়া চলছে।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ