হোম > সারা দেশ > নাটোর

উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিয়ন্ত্রণে, চলাচল স্বাভাবিক

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ‘আজ সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। পৌনে ১১টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাইনে উঠলে হঠাৎ করে ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান রেলের কর্মচারী ও কর্মকর্তারা।

কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’ 

স্টেশনমাস্টার আরও বলেন, অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঈশ্বরদী থেকে অপর একটি ইঞ্জিন এনে যাত্রা শুরু করা হয়েছে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ