জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেতু সাহা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সেতু সাহা বগুড়া জেলার ধুনট উপজেলার কলেজ পাড়া গ্রামের স্বপন সাহার ছেলে। তিনি বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওসি জানান, সেতু বন্ধুর ফরম পূরণ করার জন্য তাঁকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুরহাট সরকারি কলেজে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট ক্ষেতলাল সড়কের বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেতু সাহার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক রাজু আলীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।