হোম > সারা দেশ > রাজশাহী

বিক্রয়কর্মীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি সিমেন্ট কোম্পানির বিক্রয়কর্মীকে অপহরণ করে ৭৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম (৩২) নামে ওই বিক্রয়কর্মী যশোরের ঝিকরগাছা এলাকার বাসিন্দা।

নজরুল ইসলাম ওই কোম্পানির বড়াইগ্রাম উপজেলায় দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবারের ঘটনায় আজ শনিবার বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। 

অভিযোগ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নাটোর শহর থেকে মোটরসাইকেলে নিয়মিত বড়াইগ্রাম উপজেলায় এসে দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়ায় আসার পথে কারবালা এলাকায় একটি সাদা মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। একজন মাথায় পিস্তল ঠেকিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। এ সময় তারা নজরুলের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে মোবাইল ফোনে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের চাপের মুখে নজরুলের পরিবার বিকাশের মাধ্যমে তিনবারে ৭৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা পেয়ে তারা পাবনার কালিকাপুর এলাকায় একটি পরিত্যক্ত গোডাউনে হাত, পা ও চোখ বেঁধে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে বড়াইগ্রাম ফিরে আসেন নজরুল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় অপরাধী চক্রকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে। খুব দ্রত সময়ই এই চক্রকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক