হোম > সারা দেশ > রাজশাহী

বিক্রয়কর্মীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি সিমেন্ট কোম্পানির বিক্রয়কর্মীকে অপহরণ করে ৭৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম (৩২) নামে ওই বিক্রয়কর্মী যশোরের ঝিকরগাছা এলাকার বাসিন্দা।

নজরুল ইসলাম ওই কোম্পানির বড়াইগ্রাম উপজেলায় দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবারের ঘটনায় আজ শনিবার বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। 

অভিযোগ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নাটোর শহর থেকে মোটরসাইকেলে নিয়মিত বড়াইগ্রাম উপজেলায় এসে দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়ায় আসার পথে কারবালা এলাকায় একটি সাদা মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। একজন মাথায় পিস্তল ঠেকিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। এ সময় তারা নজরুলের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে মোবাইল ফোনে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের চাপের মুখে নজরুলের পরিবার বিকাশের মাধ্যমে তিনবারে ৭৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা পেয়ে তারা পাবনার কালিকাপুর এলাকায় একটি পরিত্যক্ত গোডাউনে হাত, পা ও চোখ বেঁধে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে বড়াইগ্রাম ফিরে আসেন নজরুল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় অপরাধী চক্রকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে। খুব দ্রত সময়ই এই চক্রকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার