হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনার নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

নিহত স্কুল শিক্ষার্থী জিহাদ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থী জিহাদের মরদেহ ২১ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় যমুনা নদী ৩ নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে জিহাদের মরদেহ উদ্ধার হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরে শহরের ৩ নম্বর ক্রসবাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে পাঁচ বন্ধুসহ যমুনা নদীতে গোসল করতে নামে সবুজ কানন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ। এ সময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়। দুজনকে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুপুর থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় রাজশাহীর ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ করলেও রাতে স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান আরও বলেন, শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। একপর্যায়ে নদীর ভেতর বালুর বস্তার নিচ থেকে জিহাদের মরদের উদ্ধার করে নিয়ে আসে ডুবুরি দল।

জিহাদের মরদেহ উদ্ধারের পর নদী তীরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় জিহাদের স্বজন ও প্রতিবেশীদের।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার