হোম > সারা দেশ > রাজশাহী

মঠবাড়িয়ায় রাস্তা ভেঙে খাল, ভোগান্তিতে মানুষ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা থেকে মিরুখালী হয়ে আমুয়া পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুটি জায়গা ভেঙে খালে পরিণত হয়েছে। এর ফলে গত দুই সপ্তাহ ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। 

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে পানির চাপে রাস্তাটির বাদুরা বাজার থেকে মিরুখালী বাজার পর্যন্ত অংশে রাস্তার নিচ দিয়ে পাঁচ-ছয়টি গর্ত তৈরি হয়। এসব গর্ত দিয়ে পানি যাওয়ার কারণে রাস্তা ভেঙে খালে পরিণত হয়েছে। 

রাস্তা ভেঙে যাওয়ায় রাস্তাসংলগ্ন সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। রাস্তাটির ভাঙা স্থানে সুপারিগাছ ও লোহার পাত দিয়ে ওয়াহেদাবাদ, মিরুখালী, বাদুরা, ছোটহারজী ও চালিতাবুনিয়া এলাকার ১০ হাজার মানুষ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। 

ইজিবাইকচালক রোহান হাওলাদার বলেন, রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ থাকায় গত ১২-১৩ দিন ধরে ইজিবাইক চালাতে সমস্যা হচ্ছে। এতে আয় বন্ধ হয়ে আমার মতো অনেক ড্রাইভার পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছে। 

উত্তর মিরুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, দীর্ঘ করোনা ছুটির পর বিদ্যালয় খুললেও রাস্তা ভেঙে যাওয়ায় শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। 

মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ খান বলেন, `চলতি বছরেই রাস্তাটি কয়েকবার ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। একবার ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছি। এবার খালে পরিণত হয়েছে। স্থায়ী সমাধানের জন্য ভেঙে যাওয়া স্থানে কালভার্ট নির্মাণ করতে হবে। 

জানতে চাইলে পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ভাঙা অংশ মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল