হোম > সারা দেশ > নাটোর

পার্কিংয়ে বাধা দেওয়ায় সার্জেন্টকে পেটালেন প্রাইভেটকারের চালক

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বাটার গলির ফুটপাতে অবৈধভাবে প্রাইভেটকার পার্কিংয়ে বাধা দেওয়ায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে পিটিয়েছেন ওই গাড়ির চালক। এ ঘটনায় হামলাকারী চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিচাবাজার বাটার গলির সামনে এই ঘটনা ঘটে।

আহত ট্রাফিক পুলিশের সার্জেন্টের নাম মো. নুরুজ্জামান। বিকেলে ট্রাফিক সার্জেন্ট মো. নুরুজ্জামান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই চালকের নাম বেলাল হোসেন (৪০)। শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দীনের ছেলে। 

নাটোর শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সাদাকাতুল বারী বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুরে শহরের নিচা বাজার বাটার গলি এলাকার প্রধান সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. নুরুজ্জামান। এ সময় মৌচাক মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি প্রাইভেটকার অবৈধভাবে পার্কিং দেখে সেটি সরিয়ে নিতে চালক বেলাল হোসেনকে অনুরোধ জানান। এ সময় বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানকে গালাগালি করতে থাকে। এর একপর্যায়ে বেলাল সার্জেন্ট নুরুজ্জামানকে মারপিট করেন ও সোলজার ব্যাজ ছিঁড়ে ফেলেন। এ সময় পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে নুরুজ্জামানকে উদ্ধার করেন। এ সময় গাড়িসহ বেলালকে আটক করে থানায় নেওয়া হয়।’ 

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘বেলাল হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ 

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান