হোম > সারা দেশ > নাটোর

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে বড় বোনের গর্ভের সন্তান নষ্ট, শাস্তি চায় পরিবার  

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

বাপের বাড়ি বিশ্রামে এসেও গর্ভের সন্তানকে বাঁচাতে পারেনি গৃহবধূ সোনিয়া বেগম (২৮)। সোনিয়ার ছোট ভাই মো. সজীব ও তাঁর স্ত্রী খাদিজা বেগমের দ্বন্দ্বের কারণে গত ২০ মার্চ রাতে খাদিজার বাপের বাড়ির লোকজনের হামলার শিকার হন সোনিয়া। এতে তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। 

সোনিয়া নাটোরের গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুস সালামের মেয়ে। আজ সোমবার সকালে সজীবের বাড়িতে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। অসুস্থ সোনিয়া বিছানায় কাতরাচ্ছেন। তাঁর বাবা-মা জানায়, কাঠ দিয়ে পেটানো হয়েছে সোনিয়াকে। তাঁর শরীরে এখনো আঘাতের অনেক ক্ষত রয়েছে। 

ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সজীবের স্ত্রী খাদিজা শ্বশুর-শাশুড়ি থেকে পৃথক থাকতে চান। কিন্তু সজীব মানবিক কারণে তাঁর বৃদ্ধ বাবা-মাকে পৃথক রাখতে চান না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খাদিজা তাঁর বাবা খাজা মিয়াকে খবর দেন। খাদিজার বাবা, ভাই ও মামারা ওই দিন ২০ মার্চ (রোববার) রাত ৮টার দিকে সজীবের বাড়িতে হামলা চালান। এ সময় সজীবের বাপ-মা ও বোন সোনিয়াকে মারধর করেন শ্বশুর বাড়ির লোকজন। এরপর গুরুতর জখম অবস্থায় সোনিয়াকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, তলপেটে আঘাতের কারণে সোনিয়ার তিন মাসে ভ্রূণ নষ্ট হয়ে গেছে। সুস্থ হতে তার দীর্ঘ চিকিৎসা ও বিশ্রাম দরকার। 

এ বিষয়ে সজীব জানান, তাঁর মামাশ্বশুর জাকের আলী মাস্টার, জিয়াউর রহমান ও জাহাঙ্গীর আলমরা মকিমপুর এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে তাঁদের সহযোগিতা করতে আসেনি। 

এদিকে সোনিয়ার স্বামী ফারুক বলেন, ‘আমার সন্তান নষ্ট হয়ে গেছে সোনিয়ার পরিবারের লোকজনের কারণে। এটা আমি মেনে নিতে পারছি না।’ 

এ বিষয়ে জানতে চাইলে জাকির মাস্টারের বলেন, ধস্তাধস্তির সময় হয়তো সোনিয়ার আঘাত লাগতে পারে। তবে তাঁর সন্তান নষ্ট হওয়ার মতো কিছু করা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তাঁরা মীমাংসা করা হবে। 

এদিকে সোনিয়া যেন ন্যায় বিচার পান এ দাবি করেন এলাকাবাসীর। এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নারী সহায়তা কেন্দ্রে সোনিয়া অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে নারী উদ্যোক্তা বেলী খাতুন নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান