হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে চাঁদা বন্ধের দাবিতে রিকশা চালকদের বিক্ষোভ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে চাঁদা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রিকশা চালকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে চাঁদা নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। পরে চাঁদা তাঁরা বন্ধের আশ্বাসে ফিরে যান।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ছিল। কিন্তু গত ১ জানুয়ারি থেকে পৌরসভার টোলের নামে আবারও চাঁদা তোলা শুরু হয়েছে। ছোট রিকশা থেকে ১০ টাকা ও বড় রিকশা থেকে ২৫ টাকা করে তোলা হচ্ছে। তাঁরা সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানিয়েছেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর তুষারসহ রিকশাচালকদের কয়েকজন প্রতিনিধি ইউএনওর সঙ্গে কথা বলেন। তিনি আগামী বুধবার আলোচনা করার কথা জানান। ওই পর্যন্ত পৌরসভার টোল আদায় বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলে চালকেরা চলে যান।

বিক্ষুব্ধ রিকশাচালক আনিছুর রহমান বলেন, ‘বিগত সরকারের মতো আবারও পৌরসভার টোলের নামে চাঁদা নেওয়া হচ্ছে। টাকা না দিলে চাবি কেড়ে নেওয়া হয়।’

রইচ উদ্দিন প্রামাণিক বলেন, ‘আমাদের সঙ্গে আগের মতোই জুলুম শুরু হয়েছে। টাকা না দিলে ছবি তুলে কোনো এক নেতাকে পাঠায়। পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এসব বন্ধ না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর তুষার বলেন, ‘আইন অনুযায়ী স্ট্যান্ড ছাড়া সড়কে টোল আদায় করা যাবে না। কিন্তু কোনো স্ট্যান্ড না থাকা সত্ত্বেও পৌরসভা ইজারা দিয়েছে। এখন ইজারাদার অবৈধভাবে রাস্তায় রাস্তায় চাঁদা উত্তোলন করছে। আমরা এসব বন্ধের দাবি করছি।’

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, ‘আগামী বুধবার বেলা ১১টায় ইজারাদার, রিকশাচালক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পৌর টোল আদায় বন্ধ থাকবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল