হোম > সারা দেশ > বগুড়া

নৌকার প্রার্থীর সমর্থকেরা আমার সমর্থকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে: বিদ্রোহী প্রার্থী    

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, ছুরিকাঘাত ও হাত পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রোববার উপজেলার বিহার এলাকায় এ ঘটনা ঘটে। 

বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিহার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান মতিন বলেন, রোববার সকাল ১০টার দিকে সাজু ও ইউসুফ নামে আমার দুই সমর্থক বিহার বাজারে পোস্টার সাটাতে গেলে নৌকার সমর্থকেরা তাদের হাত ও মাথায় ছুরিকাঘাত করে। পরে আমার সমর্থকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে নৌকার প্রার্থী মহিদুল নিজে রেজাউল করীম নামের আরেক সমর্থককে মারপিট করে। 

মতিন বলেন আরও বলেন, দুপুর ১টার দিকে আমার সমর্থকদের ৭টি বাড়ি ভাঙচুর করে এক সমর্থকের হাত পায়ের রগ কেটে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা এসব হামলায় কোন পদক্ষেপ নেয়নি। 

এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মহিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও বিদ্রোহী প্রার্থী মতিয়ার রহমান মতিনের লোকজন আমার দুই সমর্থকের দোকান ভাঙচুর করেছে। এ সময় আবু সাইদ নামের একজন আহত হয়েছে। 

মহিদুল আরও বলেন, ঘটনার সময় তিনি জেলা আওয়ামী লীগের প্রোগ্রামে ছিলেন। 

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, বিষয়টি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল