বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর প্রায় ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ অগ্নিকাণ্ডে ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।