হোম > সারা দেশ > রাজশাহী

মানববন্ধন: বালুমহালের ইজারা বাতিলে ডিসিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর একটি বালুমহালের ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর একটি বালুমহালের ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসককে (ডিসি) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক নেতা। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা ইজারা বাতিল না হলে ডিসির কার্যালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।

পদ্মা নদীর এই বালুমহাল জেলার গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া গ্রামে অবস্থিত। সর্বোচ্চ দরদাতা হিসেবে বাংলা ১৪৩২ সালের জন্য এটির ইজারা পেয়েছেন মোখলেসুর রহমান মুকুল নামের এক ব্যবসায়ী। তার বাড়ি নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুকুল গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে। তাঁর নামে মামলা হয়েছে। এই আসামি কীভাবে টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণ করলেন এবং কীভাবে তিনি কাগজপত্রে সই ও টাকা জমা দিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বক্তারা তাকে ‘আওয়ামী দোসর’ উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে ইজারা বাতিলের দাবি জানান। তা না হলে ডিসির কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ডিসি বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও বালু ব্যবসায়ী আব্দুল মান্নাফ মুন্নাফ। আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার