চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর একটার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটঙ্গী গ্রামের চেয়ারম্যান ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে।
ওসি জানান, অজ্ঞাতনামা ওই নারী মরদেহ মহানন্দা নদীর চেয়ারম্যান ঘাটে দুপুরে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে ওই খান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর স্থানীয়রা ওই নারীকে কেউ শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো স্থান থেকে নদীর স্রোতে ভেসে এই স্থানে চলে এসেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।