হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতা হাবিবুর রহমান জামিনে কারামুক্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর পাবনা জেলা বিএনপি আহ্বায়ক  হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার দুপুরে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 

এ সময় জেলগেট কারামুক্ত হাবিবুর রহমান হাবিবকে স্বাগতম জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উপস্থিত ছিলেন–কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি নেতা জহুরুল ইসলাম, নূর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ। 

জেলগেট থেকে বের হওয়ার পর হাবিবুর রহমান সরাসরি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় যান। সেখানে পৌঁছালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিপুলসংখ্যক নেতা কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে কিছু সময় কুশল বিনিময়ের পর তিনি নিজের বাসায় ফিরে যান। 

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে জানান, ঢাকায় প্রয়োজনীয় কিছু কাজ সেরে তিনি শিগগিরই গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর সাহাপুরে যাবেন এবং জেলা–উপজেলার সকল নেতা কর্মীর সঙ্গে সাক্ষাৎ করবেন।’ 

গত বছরের অক্টোবরে নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘আপত্তিকর মক্তব্য’ করায় তাকে তলব করেন আদালত। আদালতে হাজির না হওয়ায় গত ২০ নভেম্বর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল