হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতা হাবিবুর রহমান জামিনে কারামুক্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর পাবনা জেলা বিএনপি আহ্বায়ক  হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার দুপুরে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 

এ সময় জেলগেট কারামুক্ত হাবিবুর রহমান হাবিবকে স্বাগতম জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উপস্থিত ছিলেন–কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি নেতা জহুরুল ইসলাম, নূর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ। 

জেলগেট থেকে বের হওয়ার পর হাবিবুর রহমান সরাসরি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় যান। সেখানে পৌঁছালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিপুলসংখ্যক নেতা কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে কিছু সময় কুশল বিনিময়ের পর তিনি নিজের বাসায় ফিরে যান। 

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে জানান, ঢাকায় প্রয়োজনীয় কিছু কাজ সেরে তিনি শিগগিরই গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর সাহাপুরে যাবেন এবং জেলা–উপজেলার সকল নেতা কর্মীর সঙ্গে সাক্ষাৎ করবেন।’ 

গত বছরের অক্টোবরে নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘আপত্তিকর মক্তব্য’ করায় তাকে তলব করেন আদালত। আদালতে হাজির না হওয়ায় গত ২০ নভেম্বর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার