হোম > সারা দেশ > নাটোর

সৌদিতে বাবার রহস্যজনক মৃত্যু, দেড় বছরের মাথায় ছেলের আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি

সৌদি প্রবাসী বাবার রহস্যজনক মৃত্যুর দেড় বছরের মাথায় আত্মহত্যা করলেন প্যারামেডিকেল ছাত্র মুশফিকুর রহমান মাসুক (২২)।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় লালপুর ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে নবীনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের মরহুম মতিউর রহমান পিন্টুর ছেলে। 

জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী শহরের একটি ছাত্রাবাসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন মাসুক। সন্ধ্যা ৬টার দিকে ওই মেস থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

মাসুকের বাবা সৌদি প্রবাসী পিন্টু ২০২১ সালের ১২ জুলাই রাজধানী রিয়াদের একটি বাসায় রহস্যজনকভাবে মারা যান। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রেমঘটিত কারণে মাসুক কীটনাশক খেয়ে অসুস্থ হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিতে চাইলে আগামী রোববার বাড়িতে আসার কথা জানান। গতকাল বৃহস্পতিবার তাঁর মা ও পরিবারের সদস্যদের রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেনে উঠিয়ে দিয়ে মেসে ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। সন্ধ্যা হলেও কক্ষ থেকে বের না হওয়ায় মেসের অন্য ছাত্ররা খোঁজ নিতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ গ্রামের বাড়ি বুধপাড়ায় নিয়ে আসা হয়। তাঁকে এক নজর দেখতে মানুষের ঢল নামে। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ