হোম > সারা দেশ > বগুড়া

একঘরে করে রাখা সেই ৯ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মেয়র ও ওসি

প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে একঘরে করে রাখা নয়টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ও থানার ওসি কৃপা সিন্ধু বালা পৃথক ভাবে পরিবারগুলোর সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এর মধ্যে ছিল–মাংস, ভোজ্যতেল, মসলা, পেঁয়াজ, আলু, লবণ, চিনি ও সেমাই।

গ্রাম্য মাতব্বরেরা ৯ পরিবারকে একঘরে রাখা এবং কোরবানির মাংস থেকে বঞ্চিত করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ও ওসি কৃপা সিন্ধু বালা এ উদ্যোগ নেন।

নিজ তহবিল থেকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ ওই পরিবারগুলোর মাঝে ১০ কেজি মাংস, তেল, মসলা, পেঁয়াজ, আলু, লবণ, চিনি ও সেমাই এবং ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ১৫ কেজি মাংস বিতরণ করেন।

ওসি কৃপা সিন্ধু বালা জানান, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি দ্রুত সমাধান করতে বলা হয়েছে। ওই নয় পরিবারের সদস্যদের চলাচলে কোনো বাধার সৃষ্টি করা হলে সমাজপতিদের বিরুদ্ধে বিধি মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ওসি।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, পত্রিকায় সংবাদ দেখে ওই নয়টি পরিবারের জন্য সাধ্য মতো কিছু করার চেষ্টা করেছি।

আরও পড়ুন:

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’