হোম > সারা দেশ > নওগাঁ

বাড়িতে গিয়ে মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা-ভাঙচুর

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ সময় মেয়ের মা-বাবাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নলঘৈর গ্রামের এই ঘটনায় আজ রোববার মান্দা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে কোঁচড়া গ্রামের বখাটে মেহেদী হাসান (২২) তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি মেহেদীর পরিবারকে জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পরিবারের কাছে অভিযোগ করায় মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে বখাটে মেহেদী হাসান আমার বাড়িতে ঢুকে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকে রাখে।’

স্থানীয় বাসিন্দারা বলেন, খবর পেয়ে মেহেদী হাসানের পরিবারের লোকজন এসে আব্দুস সাত্তারের বাড়িতে হামলা করে। এ সময় বাড়ি ভাঙচুরসহ মেয়ের মা-বাবাকে মারধর করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মেহেদী হাসানকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় মেহেদী হাসান, রাতুল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে আজ রোববার মান্দা থানায় মামলা করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার