হোম > সারা দেশ > নওগাঁ

বাড়িতে গিয়ে মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা-ভাঙচুর

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ সময় মেয়ের মা-বাবাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নলঘৈর গ্রামের এই ঘটনায় আজ রোববার মান্দা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে কোঁচড়া গ্রামের বখাটে মেহেদী হাসান (২২) তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি মেহেদীর পরিবারকে জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পরিবারের কাছে অভিযোগ করায় মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় শনিবার বিকেলে বখাটে মেহেদী হাসান আমার বাড়িতে ঢুকে মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকে রাখে।’

স্থানীয় বাসিন্দারা বলেন, খবর পেয়ে মেহেদী হাসানের পরিবারের লোকজন এসে আব্দুস সাত্তারের বাড়িতে হামলা করে। এ সময় বাড়ি ভাঙচুরসহ মেয়ের মা-বাবাকে মারধর করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে মেহেদী হাসানকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় মেহেদী হাসান, রাতুল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে আজ রোববার মান্দা থানায় মামলা করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ‘এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল