হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল হোসেন ও যুবরাজ নামে দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় আসলাম নামে আরও একজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন উপজেলার বন্দিরাম চরগ্রামের মো. নজরুল ইসলাম ছেলে রুবেল হোসেন (২২) ও ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। 

স্থানীয়রা জানান, গতকাল রাত ১০টার দিকে পাবনার বাণিজ্য মেলা দেখে ওই তিনজন মোটরসাইকেলে করে ফিরছিল। পথে হাটবাড়িয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে মোটরসাইকেলের সামনে কুকুর চলে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে ছিটকে পড়ে। ঘটনার পরপরই স্থানীয়রা ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে যুবরাজ মারা যায়। পরে রুবেল হোসেন ও আলমাসকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে আহত দুজনেরই অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান। অপর আহত আলমাস রামেকে চিকিৎসাধীন। 
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছে। নিহত রুবেল অত্যন্ত গরিব ছিলেন। তিনি টিউশনি করে সংসার চালাতেন বলে জানা গেছে। 

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজা ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ