হোম > সারা দেশ > নওগাঁ

বদলগাছীতে সালিসের আশ্বাসে ভুক্তভোগীকে ইউপি চেয়ারম্যানের হয়রানি, অবশেষে মামলা

প্রতিনিধি

বদলগাছী (নওগাঁ): নওগাঁ বদলগাছী উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগকারীকে সালিসের মাধ্যমে বিচারের আশ্বাস দেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু। কিন্তু বিভিন্ন তারিখ দিয়ে হয়রানি করেন বলে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভুক্তভোগীর পরিবার। বিচার না পেয়ে অবশেষে ১০ জুন (বৃহস্পতিবার) থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন ওই ভুক্তভোগী। মামলার পর আসামিকে আটক করে থানা-পুলিশ।

ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, মথুরাপুর ইউপির জগৎনগর কলকুঠি গ্রামের নজিবর রহমানের ছেলে আব্দুল করিম (৩৬) ২৯ মে সকাল আনুমানিক ৭টায় ওই গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে আব্দুল করিম পালিয়ে যায়। এর বিচার চেয়ে ওই দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর কাছে যায় ভুক্তভোগী ও তাঁর পরিবার। ইউপি চেয়ারম্যান তাদের সুষ্ঠু বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বিভিন্ন তারিখ দিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ করে বলে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগীর পরিবার।

গত বুধবার (৯ জুন) দুই পক্ষকে নিয়ে সালিসে বসেন চেয়ারম্যান। কিন্তু কোনো মীমাংসা না করেই তাঁদের (ভুক্তভোগীর পরিবার) ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে বিচারের আশায় ভুক্তভোগী বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১০ জুন) আব্দুল করিমকে আসামি করে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।

এ বিষয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, আমি দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। কিন্তু অভিযোগের সত্যতা না পাওয়ায় বিচার করতে পারিনি। তবে বিষয়টি আমি তদন্ত করে দেখে বিচার করে দিতে চেয়েছিলাম। `আপনি কি ধর্ষণচেষ্টার বিচার করতে পারেন' এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার সালিস করার এখতিয়ার কোন ইউপি চেয়ারম্যানের নেই। থানায় অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল